Menu

আরও ২ বছর খেলা উচিত ধোনির!

উইকেট কিপিংয়ে তাঁর স্কিল ক্রিকেটপ্রেমীদের বিস্মিত করে। আর ব্যাটিংয়ে তাঁর নামের পাশে রয়েছে ফিনিশার খেতাব। ৩৭ বছর বয়সে এসে সময়টা ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। তবে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা মনে করেন ধোনি আরও এক-দুই বছর খেলার সামর্থ্য রাখেন। ।
ধোনি আর সেই আগের ‘ধোনি’ নেই! ব্যাটিং বা উইকেটের পেছনে একটু নড় বড়ে দেখা গেলেই ধোনিকে নিয়ে শুরু হয় সমালোচনা। সমালোচকেরা তাঁর ৩৭ বছর… বিস্তারিত

সূত্র :: প্রথম আলো

শেয়ার করুন:

এই নিউজটি আপনার বাংলাদেশী বন্ধুদের মোবাইলে এসএমএস এ শেয়ার করুন।

AdsMic