Menu

লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

লোহাগাড়ায়

লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নাইমুল ইসলাম তামিম (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

গতকাল (১২ মে) রবিবার রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম-ককক্সবাজার মহাসড়কের লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত তামিম উপজেলা সদরের দরবেশহাটের দক্ষিণে আশুর বর বাড়ি কুয়েত প্রবাসী গিয়াস উদ্দিনের ছেলে।

স্থনীয় বাসিন্দা মোস্তফিজ জানান, ঘটনার দিন রাতে তামিম তার মায়ের সাথে হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। পরে চট্টগ্রাম- -কক্সবাজার সড়ক পারাপারের জন্য শিশুটি দৌঁড় দিলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দেয়।

এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে লোহাগাড়া মা ও শিশু হাসপাতালে নিয়ে যায় । সেখানে অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লোহাগাড়া থানারর ডিউটি অফিসার এ এস আই মাঈনুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে লোহাগাড়া থানায় কোন মামলা হয়নি।

The post লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত appeared first on Ctg Times | Latest Chattogram News.

সূত্র :: সি টি জি টাইমস

শেয়ার করুন:

এই নিউজটি আপনার বাংলাদেশী বন্ধুদের মোবাইলে এসএমএস এ শেয়ার করুন।

AdsMic