Menu

এবার করোনায় আক্রান্ত জো বাইডেনের সহযোগী

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা কংগ্রেসের সদস্য সিড্রিক রিচমন্ড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রিচমন্ডের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এই তথ্য নিশ্চিত করেছে বাইডেনের ট্রানজিশন টিম।

জানা গেছে, গত মঙ্গলবারও জো বাইডেনের সঙ্গে জর্জিয়া সফর করেছেন রিচমন্ড। এ বিষয়ে বাইডেনের ট্রানজিশন টিমের মুখপাত্র কেট বিডিংফিল্ড বলেন, উন্মুক্ত স্থানে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ছিলেন রিচমন্ড।

The post এবার করোনায় আক্রান্ত জো বাইডেনের সহযোগী appeared first on insaf24.com.

সূত্র :: ইনসাফ টোয়েন্টিফোর ডটকম

শেয়ার করুন:

এই নিউজটি আপনার বাংলাদেশী বন্ধুদের মোবাইলে এসএমএস এ শেয়ার করুন।