Menu

প্রায় দেড় লক্ষ প্রবাসী বাংলাদেশির কান্না ভেসে আসে লেবানন থেকে –

nobanner

হোক প্রতিবাদ – হোক ভাইরাল – যা হবার তাই হোক !
তবুও যেনো প্রবাসী যোদ্দারা ফিরেপায় আপনজন মুছে যাক অশ্রু !

প্রায় দেড় লক্ষ প্রবাসী বাংলাদেশির কান্না ভেসে আসে লেবানন থেকে –

কাজ নেই – টাকা নেই – খাবার নেই – থাকার জায়গা নেই –
শুধু আছে অশ্রু ঝরা চোখে দেশে ফেরার আর্তনাদ –

অন্য দেশের প্রবাসীদের সরকারি উদ্বেগে ফিরিয়ে নেয়া হলেও বাংলাদেশিদের জন্য শুধু সান্তনা আর অজুহাত।

টিভি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ হলেও সরকার পক্ষের নানান অজুহাতের শেষ হবে কবে?
প্রবাসীরা আজ সেটাই জানতে চায় !

শেয়ার করুন:

এই নিউজটি আপনার বাংলাদেশী বন্ধুদের মোবাইলে এসএমএস এ শেয়ার করুন।

AdsMic